বিশ্ব সংবাদ

গাছ কাটলেই ১০ বছরের জে’ল ও ৬৮ কোটি টাকা জ’রিমানা

২০৩০ সাল পর্যন্ত উন্নয়ন কর্মকা'ণ্ডের লক্ষ্য নির্ধারণী ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে এ আইন করল সৌদি কর্তৃপক্ষ

ম’রুভূমির দেশ খ্যাত সৌদি আরবে পরিবেশ রক্ষায় কঠোর আইন চালু করেছে দেশটির সরকার। গাছ কা’টা এমনকি পাতা ছিঁড়লেই সর্বোচ্চ ১০ বছর জে’লে কা’টাতে হবে, এমনকি দিতে হবে প্রায় ৬৮ কোটি টাকা পর্যন্ত জ’রিমানাও।
মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম দ্য নিউ আরবের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা।

এ সপ্তাহে এক টুইট বার্তায় পরিবেশ রক্ষায় এই আইনের বিষয়টি প্রকাশ করে সৌদি পাবলিক প্রসিকিউশন।

সেখানে বলা হয়, গাছ কা’টা, ঝোপ, গুল্ম, গাছের চারা, এমনকি সেগুলোর ছাল, পাতা বা কোনও অংশ ছেঁড়া বা অ’পসারণ করা বা মাটি থেকে ওপড়ানো অ’প’রাধের শামিল।

এর জন্য অ’ভিযু’ক্তদের সর্বোচ্চ ১০ বছরের জে’ল এবং ৩০ মিলিয়ন সৌদি রিয়াল (বাংলাদেশি ৬৭ কোটি ৮৪ হাজার টাকার বেশি) পর্যন্ত জ’রিমানার মুখে পড়তে হবে।

২০৩০ সাল পর্যন্ত উন্নয়ন কর্মকা’ণ্ডের লক্ষ্য নির্ধারণী ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে এ আইন করল সৌদি কর্তৃপক্ষ। ওই পরিকল্পনায় পরিবেশগত উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

দেশটির পরিবেশমন্ত্রী আব্দুল রহমান আল ফজলি গত মাসে ‘লেটস মেক ইট গ্রিন’ নামে একটি প্রকল্প ঘোষণা করে। যাতে ২০২১ সালের এপ্রিলের মধ্যে সৌদি আরব জুড়ে এক কোটি গাছ লাগানো হবে।

আরও পড়ুন:

Back to top button
এমপি আনার হত্যাকাণ্ডে ‘হানি ট্র্যাপ’ শিলাস্তি রহমান ‘Pushpa 2’ is coming to Bangladesh in Hindi ইব্রাহিম রাইসি যেভাবে ৫০০০ মানুষকে হত্যা করেছিলো Bangladeshi mountaineer Babar Ali climbs Mount Everest