সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে দ্রুত শেষ করতে হবে – খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক  –  সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে দ্রুত শেষ করতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, কাজ দ্রুত শেষ না করলে সরকারের উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়ন হবে না।                                    তিনি সরকারি কর্মকর্তাদের দ্রুত উন্নয়নমূলক কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন একবেলাও অনাহারে না থাকে। সরকারের পর্যাপ্ত ত্রাণ আছে। বন্যার্তদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম মো. শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. ইকবাল হোসেন পিপিএম, ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারী, পৌরসভার মেয়র আলহাজ্ব মো. নাজমুল হক সনি, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, সিভিল সার্জন ডা. মোমিনুল হক, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দীন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক প্রমুখ বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here