মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আজ শপথ নিবেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন সীতাকুণ্ডে কালো তেলের ডিপোতে মোবাইল কোর্টের অভিযান রাজারহাটে দেশের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বকশীগঞ্জে এলজিইডির প্রকল্পের নারী কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ কুলিয়ারচরে ভূমি ও ঘর পেলো ১২০ জন ভূমিহীন পরিবার পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২০টি ভূমিহীন পরিবার পাঁচবিবিতে একাধিক কালভার্ট ভেঙ্গে জনদূর্ভোগ, দ্রুত সংস্কারের দাবী পাঁচবিবিতে” নবাগত এসি ল্যান্ড বেলায়েত হোসেন এর যোগদান সীতাকুণ্ডে ৫ম ধাপে ৪৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন জমির দলিল পদ্মরাগ নান্দাইলে আশ্রয়ন-২ প্রকল্পের গৃহ নির্মানে কোটি টাকার অনিয়মের অভিযোগ দাকোপে সুন্দরবন ও সংশিষ্ট জলজ বাস্ততন্ত্রে দুষণ প্রতিরোধ ও বিশমুক্ত মাছ ধরা বিষয়ে মানব বন্ধন পাঁচবিবিতে পৌর কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার নির্মাণ কাজের শুভ উদ্বোধন পাঁচবিবিতে শিক্ষকদের ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন রাজারহাটে ঈদুল আযহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করবেন আজ

সাগর চন্দ্র স্বপন, বিশেষ প্রতিনিধি / ১৬৫ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ১:০৬ পূর্বাহ্ণ

দেশের উন্নয়ন খাতে আজ থেকে নতুন সংযোজন হচ্ছে বঙ্গবন্ধু টানেল। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এই টানেলের দ্বার খুলবে আজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করবেন।

তিনি পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি এবং টানেল পার হয়ে সকাল ১১টায় আনোয়ারায় নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন। দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরী চট্টগ্রাম থেকে ৪০ কিলোমিটার দূরে পতেঙ্গা ও আনোয়ারা উপজেলার মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলটি ১০,৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী চট্টগ্রামে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী দিনের খাম এবং প্রথম পানির নিচের সড়ক টানেলের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ সিলমোহরও প্রকাশ করবেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা এ সমাবেশের আয়োজন করছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, বহু প্রতীক্ষিত বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনের জন্য চট্টগ্রামের পাশাপাশি সারা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও মঞ্চে থাকবেন। অনুষ্ঠানস্থলে নৌকার আদলে একটি বড় মঞ্চ তৈরি করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রতিদিন ১৭ হাজার ২৬০টি যানবাহন টানেলটি ব্যবহার করতে পারবে যা বছরে প্রায় ৭.৬ মিলিয়ন যানবাহনের সমান।

কাদের বলেন, ‘টানেলটি চট্টগ্রাম শহর, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরের দূরত্বও কমিয়ে দেবে। এটি অর্থনীতিকে আরও প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, এটি চট্টগ্রামকে চীনের সাংহাই শহরের মতো ‘দুটি শহরকে একটি শহরে’ পরিণত করবে। কারণ এটি অর্থনীতিকে চাঙ্গা করে এবং শিল্পায়ন, পর্যটন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সড়ক যোগাযোগ বিকাশে অপার সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করে শহরের পরিধিকে সমগ্র অঞ্চলে প্রসারিত করবে।

প্রকল্পের বিবরণ অনুযায়ী, পুরো রুটের দৈর্ঘ্য হলো ৯.৩৯ কিলোমিটার (৫.৮৩ মাইল), টানেলটি দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এর ব্যাস ১০.৮০ মিটার (৩৫.৪ ফুট)। এর প্রায় অর্ধেক চীনের এক্সিম ব্যাংক অর্থায়ন করেছে। চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি এটি নির্মাণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৭ সালের ১৪ই অক্টোবর কর্ণফুলী টানেলের নির্মাণকাজের উদ্বোধন করেন। ২০১৯ সালের ২৪শে ফেব্রুয়ারি শেখ হাসিনা টানেল বোরিং ফেজও উদ্বোধন করেন।

মাল্টিলেন টানেল রুটটি একদিকে নেভী কলেজ এবং অন্যদিকে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) এর কাছাকাছি নদীর মধ্যদিয়ে গেছে। এতে কর্ণফুলী নদীর উপর দুটি সেতুর যানজটও কমবে


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!