ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে পরিকল্পনায় খুন হন লোহাগড়ার চেয়ারম্যান মোস্তফা কামাল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাড়াটিয়া শুটার দুমকী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলা বাকেরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রায় এমপির কর্মকান্ডকে বাধাগ্রস্ত করছেন একটি কুচক্রী মহল।। “ভাইয়া গ্রুপ প্রথম বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন,আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল ও রিসোর্টের শেয়ার বিক্রয় কার্যক্রম শুরু করেছেন” “এনএফএস’র নতুন কমিটি গঠন সভাপতি রাহাত, সম্পাদক হাসান” গজারিয়ায় তিতাসের অভিযান পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন চুরি প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাকেরগঞ্জে ড. আবদুস সালাম মল্লিক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা।। বরিশালে সুলভ মুল্যে বসুন্ধরা পন্য পেয়ে ক্রেতারা খুশী। বাবুগঞ্জে স্কুল ছুটির পরে বাড়ি যাওয়ার সময় দুই শিক্ষার্থী নিখোঁজ। আমার বাবাও মায়ের দেওয়া উপদেশ বড়দের সম্মান কর ছোটদের স্নেহ করো।

নড়াইলে মেয়েকে হারিয়ে আত্মহননের পথে রেখা পোদ্দার, থানায় অভিযোগ

ক্রাইম রিপোর্টার,মোঃতরিকুল ইসলাম,খুলনা বিভাগ ।

নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের ডুটকুড়া গ্রামের সাগর পোদ্দার ওরফে ভিমের এর মেয়েকে হারিয়ে আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছে রেখা পোদ্দার নামে এক গৃহবধূ। নড়াগাতী থানায় স্বামী সাগর পোদ্দার সহ আরো চার জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। ১৭ জুলাই (রবিবার) বিকেলে সরেজমিনে গেলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। রেখা পদ্দার পার্শ্ববর্তী তেরখাদা উপজেলার ইন্দুরহাটি গ্রামের নির্মল সরকারের মেয়ে।
নির্যাতিত গৃহবধূ রেখা পোদ্দার আরো জানান, প্রায় ২০/২২ বছর আগে মনিমোহন পোদ্দারের ছেলে সাগরের সাথে তা বিবাহ হয়। বিবাহ পরবর্তী তাদের সংসার ভালোই চলছিল। তাদের ঘরে দুই মেয়ে সংগীতা(১৯), সুস্মিতা (১৫) ও মানিক পোদ্দার(১২) নামে তিনটি সন্তানের জন্ম হয়। কিন্তু স্বামী, শশুর ও ভাসুর মনোজ পোদ্দার ম্যাগনেট ব্যবসায় নেমে জমাজমি খুইয়ে সর্বশান্ত হলে নৈতিক চরিত্র বিবর্জিত হয়ে পড়ে। পাশের তেরখাদা থানার নলিয়ার চর গ্রামের বেনজির(৫২) এর সাথে তাদের সখ্যতা হয়। এক পর্যায়ে বেনজির সাগরকে বাজার ঘাট করে দেওয়ার সুবাধে ঘন ঘন আমাদের বাড়ীতে যাতায়াত শুরু করে এবং সাগরের প্ররোচনায় আমাকে বিভিন্নভাবে কুপস্তাব দিতে থাকে। এমনকি শশুর, শাশুড়ী ও ভাসুরও কিছু হলে আমাকে বেনজিরকে দিয়ে শায়েস্তাা করার হুমকি দেয়।
এদিকে চেহারা ভাল হওয়ায় ২ বছর আগে ছোট মেয়ে সুস্মিতাকে ৭ম শ্রনীতে পড়া অবস্থায় গোপালগঞ্জের এক নেশাখোরের সাথে বিয়ে দেন অর্থলোভী বাবা সাগর পোদ্দার। বিবাহের ৩ মাস পরে সুস্মিতা শশুরালয় থেকে চলে আসে এবং গৌরীপুর নিউমডেল একাডেমী বিদ্যালয়ে ৮ম শ্রনীতে ভর্তি হয়। লম্পট বাবার অভাবের সুযোগ নেয় বেনজির। রেখা ও তার মেয়ের ওপর কুদৃষ্টি পড়ে তার। মুখ খুললে স্বামীর অত্যাচার। এভাবে আমাদের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে বেনজির। সুস্মিতা এখন নিউ টেনে পড়ে। ১৭ জুলাই সকাল ৮ টায় তারই স্কুলের মিটুল মাষ্টারের কাছে পড়তে গিয়ে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত ০১৭০৭৬৯৭৩৮১ নম্বর মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় রেখা পোদ্দার বাবর বার মুর্ছা যাচ্ছেন এবং মেয়েকে উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওই রাতেই তার স্বামী সাগর পোদ্দার, তার ভাই মনোজ পোদ্দার, তেরখাদা উপজেলার নলিয়ারর চরের বেনজির, ডুটকুড়া গ্রামের নিলরতনের ছেলে আশিষ মজুমদার ও সাবেক মেম্বার শংকর বাওয়ালীকে অভিযুক্ত করে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে নড়াগাতী থানার ডিউটি অফিসার খবর কে বলেন, অভিযোগ পেয়েছি, ভিক্তিম কে উদ্ধারের তৎপরতা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

জনপ্রিয় সংবাদ

যে পরিকল্পনায় খুন হন লোহাগড়ার চেয়ারম্যান মোস্তফা কামাল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাড়াটিয়া শুটার

নড়াইলে মেয়েকে হারিয়ে আত্মহননের পথে রেখা পোদ্দার, থানায় অভিযোগ

আপডেট টাইম ০৩:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

ক্রাইম রিপোর্টার,মোঃতরিকুল ইসলাম,খুলনা বিভাগ ।

নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের ডুটকুড়া গ্রামের সাগর পোদ্দার ওরফে ভিমের এর মেয়েকে হারিয়ে আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছে রেখা পোদ্দার নামে এক গৃহবধূ। নড়াগাতী থানায় স্বামী সাগর পোদ্দার সহ আরো চার জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। ১৭ জুলাই (রবিবার) বিকেলে সরেজমিনে গেলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। রেখা পদ্দার পার্শ্ববর্তী তেরখাদা উপজেলার ইন্দুরহাটি গ্রামের নির্মল সরকারের মেয়ে।
নির্যাতিত গৃহবধূ রেখা পোদ্দার আরো জানান, প্রায় ২০/২২ বছর আগে মনিমোহন পোদ্দারের ছেলে সাগরের সাথে তা বিবাহ হয়। বিবাহ পরবর্তী তাদের সংসার ভালোই চলছিল। তাদের ঘরে দুই মেয়ে সংগীতা(১৯), সুস্মিতা (১৫) ও মানিক পোদ্দার(১২) নামে তিনটি সন্তানের জন্ম হয়। কিন্তু স্বামী, শশুর ও ভাসুর মনোজ পোদ্দার ম্যাগনেট ব্যবসায় নেমে জমাজমি খুইয়ে সর্বশান্ত হলে নৈতিক চরিত্র বিবর্জিত হয়ে পড়ে। পাশের তেরখাদা থানার নলিয়ার চর গ্রামের বেনজির(৫২) এর সাথে তাদের সখ্যতা হয়। এক পর্যায়ে বেনজির সাগরকে বাজার ঘাট করে দেওয়ার সুবাধে ঘন ঘন আমাদের বাড়ীতে যাতায়াত শুরু করে এবং সাগরের প্ররোচনায় আমাকে বিভিন্নভাবে কুপস্তাব দিতে থাকে। এমনকি শশুর, শাশুড়ী ও ভাসুরও কিছু হলে আমাকে বেনজিরকে দিয়ে শায়েস্তাা করার হুমকি দেয়।
এদিকে চেহারা ভাল হওয়ায় ২ বছর আগে ছোট মেয়ে সুস্মিতাকে ৭ম শ্রনীতে পড়া অবস্থায় গোপালগঞ্জের এক নেশাখোরের সাথে বিয়ে দেন অর্থলোভী বাবা সাগর পোদ্দার। বিবাহের ৩ মাস পরে সুস্মিতা শশুরালয় থেকে চলে আসে এবং গৌরীপুর নিউমডেল একাডেমী বিদ্যালয়ে ৮ম শ্রনীতে ভর্তি হয়। লম্পট বাবার অভাবের সুযোগ নেয় বেনজির। রেখা ও তার মেয়ের ওপর কুদৃষ্টি পড়ে তার। মুখ খুললে স্বামীর অত্যাচার। এভাবে আমাদের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে বেনজির। সুস্মিতা এখন নিউ টেনে পড়ে। ১৭ জুলাই সকাল ৮ টায় তারই স্কুলের মিটুল মাষ্টারের কাছে পড়তে গিয়ে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত ০১৭০৭৬৯৭৩৮১ নম্বর মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় রেখা পোদ্দার বাবর বার মুর্ছা যাচ্ছেন এবং মেয়েকে উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওই রাতেই তার স্বামী সাগর পোদ্দার, তার ভাই মনোজ পোদ্দার, তেরখাদা উপজেলার নলিয়ারর চরের বেনজির, ডুটকুড়া গ্রামের নিলরতনের ছেলে আশিষ মজুমদার ও সাবেক মেম্বার শংকর বাওয়ালীকে অভিযুক্ত করে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে নড়াগাতী থানার ডিউটি অফিসার খবর কে বলেন, অভিযোগ পেয়েছি, ভিক্তিম কে উদ্ধারের তৎপরতা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।