আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

বগুড়ার আদমদীঘির সান্তারারে ট্রেনে কাটা পড়া নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো- টাঙ্গাইলের ভুঞাপুরের ভরম্ময়া গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আবদুর রহমান (৬৭) এবং নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর গোবিন্দপুর গ্রামের ইব্রাহীম আলীর মেয়ে সাহারা বেগম (২২)।

শুক্রবার দুপুরে সান্তারার রেলওয়ে থানায় ইউডি মামলা দায়ের এবং লাশ দুইটিকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

রেল পুলিশ জানায়, ২৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার পোঁওতা রেলগেটের দক্ষিণ দিকে রেললাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলেন টাঙ্গাইলের আবদুর রহমান নামের ওই ব্যক্তি। এসময় রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি ওই স্থান অতিক্রম করছিল। তখন তিনি ট্রেনের নিচে কাটা পরে মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারেন, তিনি বেশ কিছু দিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। কাউকে না জানিয়ে গত ১০-১২ দিন পূর্বে বাড়ি থেকে বেড়িয়ে আসেন।

অপরদিকে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ আন্ত:নগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর স্টেশনের হুগোলবাড়িয়া সার গোডাউন এলাকায় পৌঁছালে নওগাঁর সাহারা বেগম (২২) নামের ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, নিহত দুইজনই রেললাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিল। তাদের অসচেতনতার কারণে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button