Breaking News

পূর্ব বর্ধমান জেলায় রাজ্যের মধ্যে প্রথম অনুষ্ঠিত হলো “উন্নয়নের খতিয়ান – পূর্ব বর্ধমান” শীর্ষক কর্মসূচি

The first program in the state titled “Development Statistics – Purba Bardhaman” was held in Purba Bardhaman district.

মঙ্গলকোট (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে রাজ্যের মধ্যে প্রথম অনুষ্ঠিত হলো “উন্নয়নের খতিয়ান – পূর্ব বর্ধমান” শীর্ষক কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে জেলার নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হয়। একই সাথে জেলার সাধারণ মানুষের নানা অভাব-অভিযোগের কথা শোনেন জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্তারা। শুধু তাই নয় জেলার নানাবিধ প্রকল্প এবং সেই প্রকল্প রূপায়নে সাধারণ মানুষের কি কি উপকার হয়েছে সেই পরিসংখ্যানও তুলে ধরেন জেলার আধিকারিকরা। একই সাথে গত ছয় মাসে জেলা পরিষদের নিজস্ব তহবিল বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের কথা ভেবে নানাবিধ জনকল্যাণকর নানান উদ্যোগও গ্রহণ করা হয় পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের লালডাঙ্গা ময়দানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলাশাসক বিধান চন্দ্র রায়, দুই সাংসদ অসিত মাল ও সুনীল মন্ডল, জেলার বিধায়কগণ-সহ পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও জেলা প্রশাসনে আধিকারিকরা।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও তার পরামর্শে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার চলছে। নানান জনকল্যাণমুখী কর্মসূচি পালন করে চলেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও জেলা প্রশাসন। সেই সব উন্নয়নের পরিসংখ্যান এবং একই সাথে কোন প্রকল্পে কি কি ধরনের কতজন মানুষ পরিষেবা পেয়েছেন তা তুলে ধরা হয় সকলের কাছে। এর পাশাপাশি গত ৬ মাসে জেলাপরিষদ প্রচুর পরিমাণে তার নিজস্ব তহবিল বৃদ্ধির সহায়ক পরিবেশ তৈরি করেছে। এই তহবিল থেকেই এদিন ৫০ জন করে যক্ষ্মা, ক্যান্সার ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে সাহায্য করা হয়েছে। এবং থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য আগামী ৬ মাস পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে। এছাড়াও বিশেষভাবে সক্ষম ১০০ জনকে ট্রাই-সাইকেল দেওয়া হয় এবং দুস্থ মেধাবী ৫০ জন ছাত্রকেও ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সিঙট গ্রামীণ হাসপাতালে উন্নতমানের চিকিৎসা পরিষেবার স্বার্থে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয় করে ডিজিটাল এক্সরে মেশিন প্রদান করা হয়েছে। The first program in the state titled “Development Statistics – Purba Bardhaman” was held in Purba Bardhaman district.
জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, রাজ্যের পাশাপাশি জেলায় সাধারণ মানুষের জন্য সরকার কর্তৃক গৃহীত নানান প্রকল্পের পরিসংখ্যান এদিন সকলের উদ্দেশ্যে তুলে ধরা হয় ।এছাড়াও বেশ কিছু পরিষেবাও এদিন প্রদান করা হয়।
মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের নিজস্ব ভাবনা চিন্তা ও দূরদর্শিতার ফলে রাজ্যের প্রতিটি মানুষ আজ সরকারের কোনো না কোনো প্রকল্পের দ্বারা উপকৃত। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্য যে সব জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করেছে তা আজ অন্যান্য রাজ্য এমনকি বিজেপি শাসিত রাজ্যও অনুকরণ করছে। সেই ধারা ধরেই পূর্ব বর্ধমান জেলাপরিষদের এই উদ্যোগ সত্যিই সাধুবাদযোগ্য।
মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, কেন্দ্রীয় বঞ্চনা, কুৎসা ও অপপ্রচার সত্ত্বেও রাজ্যের উন্নয়নের গতিকে আটকাতে পারেনি বিজেপি। তার একটাই কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা এগিয়ে ছিল আগামীদিনেও এগিয়ে থাকবে।

About admin

Check Also

The court ordered the auction of the bungalow of the district magistrate of Purba Bardhaman

পূর্ব বর্ধমানের জেলা শাসকের বাংলো ক্রোকের নির্দেশ দিল আদালত

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য অধিগৃহীত জমির দাম না মেটানোয় পূর্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *