Breaking News

ভাইপোর বাড়িতেই কি লুকিয়ে রাখা হয়েছে রাজীব কুমারকে – প্রশ্ন তুললেন অর্জুন সিং

BJP leader & Barrackpore MP Arjun Singh inaugurates Durga Temple at Bohar village in Memari

মেমারী (পূর্ব বর্ধমান):- কেন ভাইপোর বাড়ির সামনে সমস্ত পুলিশকে হাজির করা হয়েছে। এর থেকেই তো সন্দেহ হচ্ছে ভাইপোর বাড়িতেই রাজীব কুমারকে লুকিয়ে রাখা হয়েছে। তবে পৃথিবীটা গোল। যাবে কোথায়? শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারী থানার বোহার গ্রামে একটি দুর্গামন্দিরের উদ্বোধন করতে এসে এই মন্তব্য করে গেলেন বিজেপির সাংসদ অর্জুন সিং। এদিন তিনি জানান, তাঁর এক পরিচিতের টানেই তিনি এদিন বর্ধমানে এসেছেন। খুব ভাল লাগছে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, কেউই বাঁচবে না। নারদা, সারদা বা রোজভ্যালি কাণ্ডে জড়িতরা সবাই ধরা পড়বে। বৃহস্পতিবার নারদা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জার গ্রেপ্তার নিয়ে তিনি বলেন, যারা অন্যায় করেছেন তারা সবাই ধরা পড়বে। তবে সময় লাগবে। BJP leader & Barrackpore MP Arjun Singh inaugurates Durga Temple at Bohar village in Memari তিনিও এদিন বলেন, সিবিআই একটু ধীর গতিতে চলছে ঠিকই। এব্যাপারে খোদ প্রধানমন্ত্রী চেষ্টা করছেন বিচার ব্যবস্থাকে আরও দ্রুততর করার। অর্জুন সিংহ এদিন বলেন, একজন বড়মাপের পুলিশ অফিসার পালিয়ে বেড়াচ্ছেন। এটা বাংলার কাছে অত্যন্ত লজ্জার দিন। তিনি যদি অন্যায় নাই করে থাকেন তাহলে তিনি সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন না কেন? আর কেনই বা রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁকে ক্রমাগত আড়াল করছেন? তাহলে কি রাজীব কুমারের কাছে সেরকম কিছু তথ্য রয়েছে। অর্জুন সিংহ বলেন, কই দলের নেতাদের জন্য মুখ্যমন্ত্রীর এই সক্রিয়তা দেখা যায় নি। তাহলে রাজীব কুমারের ক্ষেত্রে কেন? এরপরই তিনি বলেন, কেন ভাইপোর বাড়িকে বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। তাহলে কি ভাইপোর বাড়িতেই লুকিয়ে রয়েছে রাজীব কুমার? তিনি বলেন, পৃথিবীটা গোল। কেউই রেহাই পাবে না। উল্লেখ্য, বোহার গ্রামের একমাত্র বারোয়ারী দুর্গা মণ্ডপটির বয়স প্রায় ১১৫ বছর। আর সেটাকেই প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে। BJP leader & Barrackpore MP Arjun Singh inaugurates Durga Temple at Bohar village in Memari

About admin

Check Also

The court ordered the auction of the bungalow of the district magistrate of Purba Bardhaman

পূর্ব বর্ধমানের জেলা শাসকের বাংলো ক্রোকের নির্দেশ দিল আদালত

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য অধিগৃহীত জমির দাম না মেটানোয় পূর্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *