Breaking News

চিকিৎসাকেন্দ্রে ঢুকে স্বাস্থ্যকর্মীকে মারধর করার ঘটনায় গ্রেফতার

গলসি (পূর্ব বর্ধমান) :- গলসির আদরাহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম শেখ আবু তাহের ওরফে বুলবুল। গলসি থানার পাত্রহাটি গ্রামে তার বাড়ি। শনিবার রাতে বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনার বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ রাজু সানা অভিযোগ দায়ের করেন। এদিন আদালতে হাজির হয়ে বিচারকের কাছে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও নিগৃহীত কর্মী নিত্যানন্দ কর্মকার জানান, বিষয়টি মিটে গিয়েছে। ধৃতের জামিন মঞ্জুর করা হলে তাদের কোনও আপত্তি নেই। বিচারক মিটমাটের কথা লিখিতভাবে জানাতে বলেন। তাদের আইনজীবী লিখিতভাবে তা আদালতে জানান। সরকারি আইনজীবী আফসারউদ্দিন সরকার অবশ্য জামিনের বিরোধিতা করেন। সরকারি আইনজীবী বলেন, হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এভাবে হামলার ঘটনা ঘটলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিশ্চিন্তে কাজ করতে পারবেন না। তার প্রভাব পড়বে পরিষেবায়। ধৃতের জামিন মঞ্জুর হলে সমাজে খারাপ বার্তা যাবে। সরকারি আইনজীবীর বক্তব্য শুনে বিচারক বলেন, অভিযোগকারীরা বিষয়টি মিটে গিয়েছে বলে লিখিতভাবে জানাচ্ছেন। তারপরও সরকারি আইনজীবী কেন জামিনের বিরোধিতা করছেন। জামিনের ব্যাপারে তাঁর আপত্তি রয়েছে বলে বিচারককে জানিয়েদেন সরকারি আইনজীবী। ধৃতের আইনজীবী জাহির জামাল মল্লিক বলেন, অভিযোগকারী জামিনে আপত্তি জানাচ্ছেন না। তাই, ধৃতের জামিন মঞ্জুর করা হোক। সওয়াল শুনে সপ্তাহে ২ দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে স্বাস্থ্যকেন্দ্রের আউটডোরে রোগী দেখার সময় আবু তাহের স্বাস্থ্যকর্মী নিত্যানন্দ কর্মকারের উপর হামলা চালায়। তাকে মারধর করা হয়। এমনকি তাকে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়। স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, আবুর এক আত্মীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে আসেন। ভীড় থাকায় তাকে পরে আসতে বলা হয়। বিষয়টি তিনি আবুকে জানান। এরপরই স্বাস্থ্যকর্মীর উপর হামলার ঘটনা ঘটে। যদিও আবু জানিয়েছে, স্বাস্থ্যকর্মী রোগীর সঙ্গে দুর্ব্যবহার করেন। এনিয়ে প্রতিবাদ জানানোয় মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে।

About admin

Check Also

Agents will use different colored stickers based on the assembly and polling workers will use different colored Genjis for the counting of Lok Sabha elections.

লোকসভা নির্বাচন ~ গণনা কেন্দ্রে বিধানসভা ভিত্তিক আলাদা আলাদা রঙের স্টিকার, গেঞ্জি পূর্ব বর্ধমানে লোকসভা নির্বাচনের গণনায় এজেন্টদের বিধানসভা ভিত্তিক আলাদা আলাদা রঙের স্টিকার, ভোটকর্মীদের গেঞ্জি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গণনা কেন্দ্রের সঙ্গে যুক্ত সরকারি কর্মী এবং রাজনৈতিক তথা প্রার্থীর কাউন্টিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *