আজ

  • সোমবার
  • ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে বিএনসিসির গনসচেতনতামূলক র‌্যালি

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর ছাগলনাইয়াতে বিএনসিসির র‍্যালী ও গনসচেতনতামুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষ্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’র (বিএনসিসি) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে করোনায় সচেতনতা তৈরীর লক্ষ্য র‍্যালী, জনসাধারনের মাঝে মাস্ক ও লিফলেট বিতরন করা হয়।

    ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ছাগলনাইয়া সরকারি কলেজ থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌর শহরের জিরোপয়েন্ট হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার কলেজে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল সালাহ উদ্দিন আল মুরাদ জি। এ কর্মসূচিতে
    বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।

    এতে আরো উপস্থিত ছিলেন ময়নমতি রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর গোলাম সারোয়ার, রামগঞ্জ সরকারি কলেজ বিএনিসিসির প্লাটুন কমান্ডার বিটিএফও মোঃ হাবিবুর রহমান, আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ প্লাটুন কমান্ডার পিইউও রহমত উল্লাহ, ছাগলনাইয়া সরকারি কলেজ প্লাটুন কমান্ডার মোহাম্মদ পেয়ার আহমদ, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুন কমান্ডার টিইউ মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এক্স ক্যাডেট আন্ডার অফিসার হোসাইন আরমানসহ সামরিক প্রশিক্ষক, সাংবাদিক, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী, বিভিন্ন কলেজের শতাধিক ক্যাডেট কর্মসূচিতে অংশগ্রহন করেন।

    রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল সালাহ উদ্দিন আল মুরাদ জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেচ্ছ্বাসেবী কার্যক্রমের অংশ হিসেবে বিএনসিসি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশে এ কর্মসূচি পালন করা হচ্ছে। অতিমারী করোনা প্রতিরোধে গণসচেতনতা তৈরীই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

    র্য্যালিতে করোনা প্রতিরোধে সচেতনতামুলক স্লোগান, সন্ত্রাস, ইভটিজিং, মাদকবিরোধী স্লোগান সম্বলিত পেস্টুন শোভা পায়। র‌্যালি থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, করোনা সচেতনতায় লিফলেট বিতরন করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090