রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধের ডাক

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আগামী ৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌপথ ধর্মঘটের ডাক দিয়েছে রাঙ্গামাটি সড়ক ও নৌ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে চলাচলকারী যানবাহনে গণডাকাতি, রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে বাস শ্রমিকদের মারধর ও চাঁদাবাজির জন্য পার্বত্য সশস্ত্র একটি পাহাড়ি সংগঠনকে দায়ী করে এর প্রতিবাদে এই অবরোধের ডাক দেয়। এ সব সন্ত্রাসী কার্যক্রমের জন্য পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠনগুলোকে দায়ী করেছে।

শুক্রবার (৫ মে) বিকেলে পরিবহন মালিক ও শ্রমিকদের যৌথ এই সংগঠনটি রাঙ্গামাটিতে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেয়।

এতে জানানো হয়, গত বুধবার ও বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের দেপ্যছড়ি এলাকায় আঞ্চলিক পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী একটি দল ১২টি গাড়ি আটকে গাড়ির চালক ও হেলপারদের ব্যাপক মারধর করে গণডাকাতি করে। এ ছাড়া বিভিন্ন সময় পরিবহন শ্রমিকদের অপহরণ ও হত্যা, গাড়ি ভাঙচুরসহ নানাভাবে শ্রমিকদের হয়রানির কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল পরিবহন শ্রমিকদের জন্য একটি অনিরাপদ অঞ্চলে পরিণত হয়েছে।

সংবাদ সন্মেলনে রাঙ্গামাটি-রাবার বাগান সড়ক, ভেদভেডি-আসামবস্তি সড়ক, আসামবস্তি-কাপ্তাই সড়ক, ঘাগড়া-বরইছড়ি সড়কে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান এবং দাবি মানা না হলে ৭ মে থেকে রাঙ্গামাটি জেলায় অনির্দিষ্টকাল সড়ক ও নৌপথে কোন প্রকার যানবাহন না চালানোর ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে পরিবহন শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন সেকান্দার হোসেন চৌধুরী, মঈনুদ্দিন সেলিমসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

 

শেয়ার করুন