বাংলাদেশকে আমরা উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছি : প্রধানমন্ত্রী

Slider বাংলার সুখবর

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে আমরা উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে দেশকে আরও উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর কাছে সুযোগ চেয়েছেন।

আজ বৃস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোট ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন খুব সামনে। হয়তো যে কোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আবার আমরা জনগণের কাছে আসব, নৌকা মার্কায় ভোট আমরা চাইব।

তিনি বলেন, আমরা চাইব, যে উন্নয়ন প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাচ্ছি সেগুলো যেন আগামী দিনে আমরা এসে সম্পন্ন করতে পারি এবং মানুষের কর্মসংস্থান, জীবন-মানের উন্নয়ন করতে পারি… সে সহযোগিতাও আমি দেশবাসীর কাছে চাই।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আমরা উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছি। আজকে গ্রামের মানুষেরও ভাগ্য পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে, আরো উন্নয়ন হোক সেটাই আমরা চাই। আর সে লক্ষ্য নিয়েই আমাদের কাজ।

বাংলাদেশের মানুষ ও আমার আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিন সময়ে কখনো গুলির মুখে, কখনো গ্রেনেড হামলা… সবসময় আমাকে ঘিরে থেকেছে। আল্লাহ রাব্বুল আলামীন, তিনি হাতে তুলে তুলে আমাকে বাঁচিয়ে রেখেছেন, বলেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *