শ্রীপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক সাবেক কাউন্সিলরসহ আহত-৩

Slider বিনোদন ও মিডিয়া


রাতুল মন্ডল শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলায় তিনজন আহত হয়েছে।

আহতরা হলেন, শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মো. আল আমিন(২৭), পৌরসভার সাবেক কাউন্সিলর ভাংনাহাটি গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে শাহজাহান মন্ডল (৪৭) ও একই গ্রামের কফিল মন্ডলের ছেলে তোষার মন্ডল (২৬)। আহত তিনজনের মধ্যে আল আমিনের অবস্থা গুরুতর।

রবিবার (২৫ জুলাই) সাতটার দিকে শ্রীপুর পৌর শহরের শ্রীপুর বাজারে ওই ঘটনা ঘটে।
আহত তোষার মন্ডল বলেন, তার চাচাত ভাই তন্ময় মন্ডল জীব গাড়ির যন্ত্রপাতি কিনতে শ্রীপুর বাজারের মনিরের দোকানে আসে। এনিয়ে অভিযুক্ত আয়ুব আলীর ছেলে সাইফ ও ফয়সালের সাথে তর্কবিতর্ক জড়িয়ে পড়ে। এর পর তন্ময়কে দোকান ঘরে আবদ্ধ করে রাখে। এমন সংবাদে আহত পৌরসভার সাবেক কাউন্সিলর ও তার ভাতিজা তোষার মন্ডলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথে তাদের উপর হামলা চালায়। এতে ইটের আঘাতে তিনজন গুরুতর আহত হয়। তোষার মন্ডল আরও জানান, সন্ত্রাসীরা সাংবাদিক আল আমিনকে একটা রুমের ভেতর আটকিয়ে ব্যাপক মারধর করে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
শ্রীপুর হাসপাতালে মেডিকেল অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, হামলার ঘটনায় শুনেছি। তবে কি কারণে এই হামলা হয়েছে তা জানা যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *