‘কবরী একজনই হয়’

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী

শাবানা, কবরী- দেশিয় সিনেমার অপ্রতিদ্বন্দ্বী দুই অভিনেত্রী। চলচ্চিত্রে তাদের অবদান অসামান্য। গতকাল দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে কবরী চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে বাকরুদ্ধ শাবানা। শোক সামলে শুধু বললেন, কবরী একজনই হয়। খবরটি শাবানার কাছে পৌঁছালে তিনি ভারাক্রান্ত হয়ে ওঠেন। এ নায়িকা দীর্ঘদিন আমেরিকায় থাকছেন। তাকে কবরীর মৃত্যু সংবাদ দেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
এ খল অভিনেতা বলেন, কবরী আপার মৃত্যুর কথা শুনে শাবানা আপা অনেকক্ষণ কোনো কথা বলতে পারেননি। শোক সামলে কান্না ভেজা কণ্ঠে শুধু বললেন- কবরী একজনই হয়।

বাংলা সিনেমার ‘মিষ্টি মেয়ে’খ্যাত কবরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৫ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। হাসপাতালেই মারা যান বাংলা সিনেমার কিংবদন্তি এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *