ব‌রিশা‌লে ত্রা‌ণের দা‌বি‌তে বি‌ক্ষোভ

Slider জাতীয় বরিশাল

ব‌রিশাল: আবারও ত্রা‌নের দা‌বি‌তে সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করল ব‌রিশা‌লের হত দ‌রিদ্ররা। আজ নগরীর ১ নম্বর ওয়ার্ডের কর্মহীন শতাধিক মানুষ ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে। এ নিয়ে ওই ওয়ার্ডে তৃতীয়বারের মতো বিক্ষোভ করলো ত্রাণ বঞ্চিতরা। সড়কে অবস্থান নিয়ে প্রায় ১ ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ত্রাণ পাইয়ে দেয়ার আশ্বাস দিলে বাড়ি ফিরে যায় বিক্ষুব্ধরা।

তবে মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতার দাবি, ওই ওয়ার্ডে ইতিমধ্যে ১ হাজার ৯শ’ পরিবারকে ত্রাণ দেয়া হয়েছে। তারপরও একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য কিছু লোককে উস্কানী দিয়ে আন্দোলন করাচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ার সাধুর বটতলা এলাকার বরিশাল-লাকুটিয়া সড়কে অবস্থান নেয় ত্রাণ বঞ্চিত স্থানীয় শতাধিক বাসিন্দা। তারা জানান, এর আগে ত্রাণের দাবিতে তারা দুইবার বিক্ষোভ করেন। তখন ত্রাণ পাইয়ে দেয়ার আশ্বাস দেয়া হয়েছিলো। কিন্তু তারপরও তারা ত্রাণ পাননি।

এদিকে লকডাউনের কারণেও তারা কোন কাজকর্ম করতে পারছেন না। ঘরের খাবারও শেষ হয়ে গেছে। এ অবস্থায় বাধ্য হয়ে আবারও ত্রাণের দাবিতে সড়কে নেমেছেন তারা। প্রায় ১ ঘণ্টা বিক্ষোভ চলার পর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ত্রাণ পাইয়ে দেয়ার আশ্বাস দেয়ার পর সড়ক থেকে বাড়ি ফিরে যান তারা।
এ ব্যাপারে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। বর্তমানে ওই এলাকার ত্রানের বিষয়টি ইস্যু করে অস্থিতিশীল পরিবেশ সৃস্টির জন্য একটি মহল পায়তারা চালাচ্ছে বলে দাবী করেছেন কাউন্সিলরের ঘনিষ্ঠজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *