স্বর্ণের দাম বেড়েছে

Slider অর্থ ও বাণিজ্য

 

1452506400

 

 

 

 

 

 

 

আন্তর্জাতিক ভাবে দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২২৫ টাকা বেড়েছে। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে হবে ৪২ হাজার ৫১৫ টাকা দিয়ে।

আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন এই দাম আগামী বুধবার থেকে কার্যকর হবে।

নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৪০ হাজার  ৪১৫ টাকায়। বর্তমান দাম ৩৯ হাজার ১৯১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি বিক্রি হবে ৩৩ হাজার ৭৬৭ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম থাকবে ৩২ হাজার ৫৪২ টাকা।

আর সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণ বিক্রি হবে ২২ হাজার ৬৮৬ টাকা। বর্তমান দাম ২১ হাজার ৪৬১ টাকা।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। আগে প্রতি ভরি রুপার দাম ছিল ৮৭৪ টাকা। বুধবার থেকে তা বিক্রি হবে ৯৩৩ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকা।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর সবশেষ স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *